Brief of History
Brief of History

চাষাড়া রেল স্টেশন সংলগ্ন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজটি ১৯৬৫ সালের ৭ জুলাই প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রাক্তন অধ্যক্ষ খগেন্দ্র নাথ বাবু এর প্রধান উদ্যোক্তা। এ ছাড়া উসমান পরিবার এ কলেজের অন্যতম শিক্ষা অনুরাগী উদ্যোক্তা হিসেবে ছিলেন। কলেজটিতে ১।৫২ একর জায়গায় চারটি সুদর্শন ভবন, অধ্যক্ষের বাসভবন ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারহ রয়েছে। কলেজটি ০১/১১/১৯৮৪ সনে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠালগ্নে কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পাঠদান দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস অনার্স ও ডিগ্রী(পাস) কোর্সে পাঠদান চলছে। কলেজে প্রায় ৮০০০(আট হাজার) ছাত্রী অধ্যয়ন করছে। ৫৪ টি শিক্ষকের পদ রয়েছে যার বিপরীতে ৬৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ৩য় ও ৪র্থ শ্রেণির পদ রয়েছে ১৮ টি। একটি সমৃদ্ধ লাইব্রেরীতে রয়েছে প্রায় ৩০০০০ বইয়ের সমাহার। কলেজে রোভার স্কাউট, বিএনসিস, রেঞ্জার ও রেডক্রিসেন্ট এর সুগঠিত দল তাদের কার্যক্রম পরিচালনা করছে- যারা জেলায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বপালন করে থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চালু করা হয়েছে। কলেজের দৈনিক পত্র আদান-প্রদান ইন্টারনেট এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের নির্দেশক্রমে কলেজের নিজস্ব ডাইনামিক ওয়েবসাইট চালু করা হয়েছে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। কলেজের সার্বিক উন্নয়নে কারো কোনো পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে।


14.03.2017 Admin
© 2024 Narayanganj Govt. Mohila College | Technical Assistance by: explore IT